শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কামরুজ্জামান-সালেহ প্যানেল

সিফাত রাকা: [২] গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন ড. কামরুজ্জামান-ড. সালেহ প্যানেল।

[৩] নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০২১ এর তফসিল অনুযায়ী গত ৩১ ডিসেম্বর ২০২০ থেকে ১০ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনারের নিকট মনোনয়নপত্র জমা দেয়ার কথা থাকলেও শুধুমাত্র একটি প্যানেল মনোনয়ন পত্র জমা দেয়ায় প্রাথমিকভাবে সে প্যানেলকেই জয়ী করা হয়েছে। শুধুমাত্র একটি প্যানেল (বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ) কর্তৃক মনোনয়নপত্র দাখিল করায় গঠনতন্ত্র ৮ (জ) অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি, ২০২১ তারিখে ভোট গ্রহণ নিষ্প্রয়োজন বলে জানান নির্বাচন কমিশন। এমতাবস্থায় নির্বাচন কমিশন কর্তৃক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ প্যানেলের প্রার্থীদের বিজয়ী করা হয়।

[৪] বিজয়ীদের মাঝে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি পদে এসিসিই বিভাগের ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিলওয়াবস এর ড. মো: আবু সালেহ। এছাড়াও সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের আবুল বাশার রিপন খলিফা, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের মোঃ হাফিজুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শামসুল আরেফীন ও প্রচার সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন।

[৫] এছাড়াও বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন ২০২১ এর সদস্য নির্বাচিত হয়েছেন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ড. মোঃ রাশেদুজ্জামান পবিত্র, ইংরেজি বিভাগের মাহবুব আলম, পরিসংখ্যান বিভাগের মোঃ মাইদুল হোসেন, এলভিএম বিভাগের মো: শরিফুজ্জামান, রসায়ন বিভাগের জনাব দিলরুবা আফরোজ পপি, অর্থনীতি বিভাগের গাজী মোহাম্মদ মাহবুব, কৃষি বিভাগের অভিজিৎ বিশ্বাস ও ইনজামাম-উল -হক এবং লোকপ্রশাসন বিভাগের মোঃ নাসির উদ্দিন। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়