শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কীভাবে মানুষ বার্ড ফ্লুতে সংক্রমিত হয়? জেনে নিন প্রতিরোধের উপায়

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিধ্বস্ত গোটা দুনিয়া। এর মধ্যেই প্রতিবেশি ভারতের চিন্তা বাড়িয়েছে বার্ড ফ্লু। ইতোমধ্যে দেশটির ৯টি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে ওই রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা।

বার্ড ফ্লু আসলে কী?
বার্ড ফ্লু বা আভিয়ান ইনফ্লুয়েঞ্জা শুধু যে পাখিদের জন্য মারাত্মক, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষ বা পশু বাহকের সংস্পর্শে এলে তাদেরও ক্ষতি হতে পারে। তবে এই ভাইরাসের বেশিরভাগ প্রকৃতি শুধু পাখিদের মধ্যেই দেখা যায়। ১৯৯৭ সালে প্রথম মানুষের মধ্যে এই এইচ৫এন১ সংক্রমণ দেখা যায়।

কীভাবে বুঝবেন এইচ৫এন১ দ্বারা সংক্রামিত হয়েছেন?

 

কাশি
ডায়রিয়া
শ্বাসকষ্ট
১০০ ডিগ্রির ওপর জ্বর
মাথা যন্ত্রণা
পেশীতে ব্যথা
সর্দি
গলা ব্যথা
অস্থিরতা

কীভাবে মানুষ সংক্রামিত হয়?

বার্ড ফ্লু’র অনেক ধরন রয়েছে। এইচ৫এন১ মানুষের মধ্যেও সংক্রামিত হতে পারে। ১৯৯৭ সালে হংকংয়ে প্রথম এই সংক্রমণ দেখা যায়। তখন ৮০ জন আক্রান্ত হয়। মারা যায় একজন। বার্ড ফ্লু-তে আক্রান্ত মুরগি বা পাখির মল, নাক, চোখ বা মুখ থেকে যে রস পড়ে, তার সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হতে পারে। তবে মানুষের থেকে মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমণের হার খুবই কম।

কাদের এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি?

পোলট্রির কর্মী বা পালক
স্বাস্থ্যকর্মী
পশু চিকিৎসক
ঠিকভাবে রান্না না করে মাংস বা ডিম খেলে

চিকিৎসা কী?

একেক ধরনের বার্ড ফ্লুর উপসর্গ একেক রকম। চিকিৎসাও একেক রকম। সাধারণত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

প্রতিরোধের উপায়?
কিছু বিষয়ে সাবধান হলে বার্ড ফ্লু’র সংক্রমণ রুখে দেওয়া যায়।

সংক্রামিত পাখির সংস্পর্শে যাবেন না
খোলা বাজারে না যাওয়া ভালো
মাংস ও ডিম ভালো করে রান্নার পর খান
প্রয়োজনে টিকা নিতে পারেন। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়