আজিজুল ইসলামঃ [২] তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার(১১ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের বাঘারপাড়ায় এক যুবক ছুরিকাহত হয়েছে। আহত মুকুল উপজেলার ইন্দ্রা গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
[৩] স্থানীয়রা জানায়, উপজেলার ইন্দ্রা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রা গ্রামের ফরিদ উদ্দিনর ছেলে নয়ন তাকে ছুরিকাঘাত করে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৭ টার দিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
[৪] বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম রুবেল জানান,হাসপাতালে আসার পর রোগীর শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল।ধারনা করা হচ্ছে লিভার অথবা ফুসফুস ফুটো হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। যে কারনে গুরতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপতালে রেফার করা হয়েছে।
[৫] রাত নয়টার দিকে বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। মুকুল ও নয়ন পরস্পর বন্ধু বলে জেনেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে’।সম্পাদনা: সাদেক আলী