শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:৩৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিশিং লিংক পাঠিয়ে ফেসবুক আইডি হ্যাক করতেন তিনি!

সুজন কৈরী: ফেসবুক আইডি হ্যাক করে টাকা আদায় করার অভিযোগে মো. সাইফুল ইসলাম (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

রবিবার ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় গ্রেপ্তার সাইফুলের কাছ থেকে ফেসবুক হ্যাকিংয়ে ব্যবহৃত একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ এবং হ্যাকিংয়ে ব্যবহৃত ২টি স্মার্ট ফোন ও বিভিন্ন অপারেটরের ৭টি সিম উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর রাজধানীর লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন একজন নারী ফেসবুক ব্যবহারকারী। মামলায় তিনি অভিযোগ করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে ওই আইডির ম্যাসেঞ্জারের মাধ্যমে ফ্রেন্ড লিস্টে থাকা পরিচিতদের টাকা পাঠাতে বলে হ্যাকার। অভিযোগকারী নারীর নিকটাত্মীয়, স্বামীর বন্ধু ও পরিচিতরা অনুরোধ পেয়ে হ্যাকারকে ৫ হাজার ৫৬০ টাকা পাঠান।

দায়ের হওয়া মামলাটি তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা সাইফুলকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ বলেন, গ্রেপ্তার সাইফুল প্রথমে বিভিন্ন লোভনীয় অফার সম্বলিত ফিশিং লিংক তৈরী করে টার্গেট ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারে (বিশেষ করে নারীদের) পাঠাতেন। ভুক্তভোগী পাঠানো ওই লিঙ্কে ক্লিক করে লিংকে পাঠানো নির্দেশনা অনুযায়ী তথ্য দেয়া মাত্রই ফেসবুক আইডি হ্যাক করে নিয়ন্ত্রণে নিতেন সাইফুল। এরপর ভুক্তভোগীর ফেসবুক বন্ধুদের ম্যাসেঞ্জারে নক করে বিভিন্ন অযুহাতে টাকা ধার চাইতেন এবং টাকা পাঠাতে নিজের বিকাশ নম্বর দিতেন। এভাবে অসংখ্য ফেসবুক আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়