শিরোনাম

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেইনকে অধিনায়কত্বের পদ থেকে সরানোর দাবি গাভাস্কারের

স্পোর্টস ডেস্ক : [২] সিডনি টেস্টের চতুর্থ দিন দর্শকসারি থেকে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হওয়া ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। কিন্তু পরের দিনের চিত্র ভিন্ন।

[৩] এই উইকেটরক্ষক ব্যাটসম্যান স্লেজিং করেন ব্যাটিংয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে। এতে করে সমালোচিত হলেন পেইন। সিরিজ শেষে তাকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি করেছেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার।

[৪] সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সোমবার খেলার শেষ দিন অস্ট্রেলিয়ার দরকার ছিল ভারতের ৮ উইকেট। তারা পেয়েছে তিনটি উইকেট। আর মহাকাব্যিক প্রতিরোধে ম্যাচটি ড্র করতে অবদান রাখেন চেতেশ্বর পুজারা, ঋষভ পান্ত, অশ্বিন ও হানুমা বিহারি।

[৫] উইকেটের পেছনে দুবার পান্তের ক্যাচ ছাড়েন অজি অধিনায়ক টিম পেইন, একবার হানুমার। পারফরম্যান্স দিয়ে অশ্বিন ও হানুমার অনবদ্য জুটি ভাঙতে না পারায় একসময় অশালীন ভাষায় স্লেজিং করেন। স্টাম্প মাইক্রোফোনে তা শোনাও গেছে।

[৬] ৯৭ রান করা পান্ত ৩ ও ৫৬ রানে দুবার জীবন পান বল পেইনের হাত ফসকে যাওয়ায়। একই সঙ্গে আচরণ ও পারফরম্যান্সের কারণে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন গাভাস্কার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন, টিম পেইনকে এই সিরিজের পর অস্ট্রেলিয়া অধিনায়ক হিসেবে সরিয়ে দেওয়া উচিত।

[৭] তার আচরণ অধিনায়কের মতো নয়। তার উচিত কম কথা বলা এবং ক্যাচ ধরায় মনোনিবেশ করা। এছাড়া দলকে আরও ভালোভাবে নেতৃত্ব দেওয়ার কথা ভাবতে হবে তাকে।

[৮] ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই পেইনকে দেখে হতবাক। তার স্লেজিংয়ের ভাষায় লজ্জিত তিনি, সত্যি কথা বলছি, স্যান্ডপেপার গেট বিতর্কের পর থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সে দারুণ মনোভাব ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন।

[৯] আমার চোখে কখনও নেতিবাচকতার সীমা লঙ্ঘন করেনি সে। কিন্তু আজ স্টাম্পের পেছনে তার ভাষা ও স্লেজিং আমাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়