শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর

ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেত থানায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে ১৪ বছরের এক কিশোরী। চিতই পিঠা খাওয়ানোর নাম করে নির্মানাধীন একটি ভবনে নিয়ে কিশোরীটিকে অস্ত্রের মুখে ধর্ষণ করে সোহেল।

২৭শে ডিসেম্বর রাত আটটার দিকে পিঠা খাওয়ানোর লোভ দেখিয়ে কিশোরীটিকে ডুমনি বাজারের পেছনের টেকপারা মাঠে নিয়ে যায় তার চাচাতো ভাই সোহেল ও বিল্লাল।

কিশোরীর অভিযোগ নির্জন মাঠে সোহেল, বিল্লালসহ পাঁচজন মিলে কিশোরীটির হাত পা ও মুখ বেধে তাকে পার্শ্ববর্তী একটি নির্মানাধীন ভবনের ছাদে নিয়ে যায়। এরপর বিল্লালসহ তিনজনকে পাহাড়ায় রেখে মুখ ও হাত বেধে অস্ত্রের মুখে কিশোরীটিকে ধর্ষণ করে সোহেল।

এরপর রাত এগারোটার দিকে কিশোরীর খোঁজ পায় পরিবার। ঘটনা জানতে পেরে এলাকাবাসী সোহেলকে আটক করে। তবে প্রভাবশালীরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সোহেল বিল্লাল সহ অনেকেই নিয়মিত এই ভবনের ছাদে ইয়াবা সেবন করত। তারা জানায়, সোহেল তার সঙ্গীদের নিয়ে প্রায়ই এই ভবনে এসে নেশা করতো। এলাকাবাসী থেকে অনেকবার তাদের এসবে বাধা দেয়া হলেও তারা এগুলো করেই যেত।

ধর্ষিতার রিকশাচালক পিতার অভিযোগ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় কিছু প্রভাবশালী টাকার বিনিময়ে ঘটনাটি মিমাংসার জন্য চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন।

খিলক্ষেত থানার নবনিযুক্ত ওসি মুন্সী সাব্বির আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধর্ষক এবং সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চান ধর্ষিতা ও তার পরিবারের সদস্যরা।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়