শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে সবচেয়ে দুর্বল দল বললেন ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাস ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের আসন্ন এই সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন দলটির শীর্ষ ১২ ক্রিকেটার। যেখানে রয়েছেন টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ড।

[৩] ফলে একেবারে তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সিনিয়র ক্রিকেটারদের এই কাণ্ডে চটেছেন ফ্র্যাঙ্কলিন রোজ। সেই সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক এই পেসার।

[৪] এ প্রসঙ্গে রোজ বলেন, এই খেলোয়াড়রাই ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডে কোভিড পরিস্থিতির মধ্যে গিয়েছে। আর এখন হঠাৎ বাংলাদেশ সফরের বেলায় তারা ভীত? খুব খারাপ। তারা করোনাভাইরাসের সমস্যার কথা বলছে, এখনো এই ক্রিকেটারদের অনেকে অস্ট্রেলিয়ায় খেলছে। সেখানে কি তারা আক্রান্ত হবে না?

[৫] ক্রিকেটারদের সঙ্গে বোর্ড কর্তাদের দায়িত্ব নিয়েও চটেছেন তিনি। ক্রিকেটারেদের নিয়ন্ত্রণ করতে না পারলে বোর্ড কর্তাদের সরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। এ ছাড়া তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় দরকার।

[৬] এ প্রসঙ্গে রোজের ভাষ্য, এই খেলোয়াড়দের কেউ যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত দলের হতো, তখন তারা কি কোথায় যাবে বা কখন যাবে না, এটা বেছে নিতে পারতো? আমি কখনও ওই দলগুলোয় এমন দেখিনি। আমাদের শৃঙ্খলাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় দরকার। বোর্ড যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত শক্তিশালী না হয়, বোর্ড কর্তাদের সরে দাঁড়ানো উচিত।

[৭] হোল্ডার-পোলার্ডদের সমালোচনা করতে গিয়ে বাংলাদেশকেও কটাক্ষ করেছেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার। বাংলাদেশকে কটাক্ষ করে তিনি বলেন, আমি যদি ওই খেলোয়াড়দের একজন হতাম, আমি বাংলাদেশে যেতাম। দলটি এখন বিশ্বের সবচেয়ে দুর্বল দল, তাদের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে নিজের গড় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতাম। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়