শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওসাসুনার মাঠ থেকে শূন্য হাতে ফিরলো রিয়াল মাদ্রিদ সেনারা

স্পোর্টস ডেস্ক : [২] মাঠে তুষারপাতের বিরূপ আবহাওয়ার মাঝে ওসাসুনার রক্ষণাত্মক কৌশলের সঙ্গে পেরে উঠল না রিয়াল মাদ্রিদ। পয়েন্ট খুইয়ে হারাল লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। প্রতিপক্ষের মাঠ এল সাদারে শনিবার রাতে লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়নরা।

[৩] প্রতিকূল পরিবেশে বল দখলে আধিপত্য করলেও আক্রমণে ভালো করতে পারেনি রিয়াল। গোলের উদ্দেশে তাদের নেওয়া ৯ শটের মাত্র একটি ছিল লক্ষ্যে। বিপরীতে অবনমন অঞ্চলের দল ওসাসুনার আট শটের দুটি লক্ষ্যে। সফরকারীরা অবশ্য দুবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু দুবারই বাজে অফসাইডের বাঁশি। অনবরত তুষারপাতে ওসাসুনার সবুজ আঙিনা অনেক জায়গা রূপ নিল সাদাবর্ণ। কখনও বলের গতি কমে যাচ্ছিল আবার কখনও দিক পাল্টাচ্ছিল। ভেজা ঘাসে ভারসাম্য রাখতেই ভুগেছেন ফুটবলাররা, খেলতে পারেননি নিজেদের স্বাভাবিক খেলা।

[৪] পয়েন্ট হারালেও অপরাজেয় পথচলা ধরে রাখার স্বস্তি আছে রিয়ালের। এই নিয়ে লিগে টানা আট ও সব প্রতিযোগিতা মিলে টানা ৯ ম্যাচ অপরাজিত দলটি। ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮, তিনটি ম্যাচ কমও খেলেছে তারা। দিনের আরেক ম্যাচে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সেলোনা ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিয়ারিয়াল। - বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়