নিজস্ব প্রতিবেদক : [২] শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু।
[৩] সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু, যুগ্ন সম্পাদক পদে হাসানুজ্জামান, অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু নির্বাচিত হয়েছেন।
[৪] তিনটি কার্যকরি সদস্য পদে প্রথম হয়েছেন গোলাম সাত্তার রনি, দ্বিতীয় এস এম মিন্টু ও তৃতীয় হয়েছেন কাজী জামশেদ নাজিম।
[৫] এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রশিক্ষণ, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক পদে নাহিদ তম্ময় ও আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল।
[৬] তৃতীয় বারের মতো ক্র্যাবের দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আমাদের নতুন সময়ের সিনিয়র রিপোর্টার ইসমাঈল হুসাইন ইমু।
[৭] শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্র্যাব কার্যালয়ে চলে ভোট গ্রহণ। ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে ৭টি।
[৮] শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।