শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাবাগানে শিক্ষার্থীকে ধর্ষণ-হত্যা, ছাড়া পেলেন দিহানের তিন বন্ধু

সুজন কৈরী: রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার ইফতেখার ফারদিন দিহানের তিন বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, মুচলেকা নিয়ে আটক তিন তরুণকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে যদি আনুশকা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলাবাগান থানার পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ওই তিন তরুণের জড়িত থাকার সত্যতা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলার বাদীরও অভিযোগ নেই। তাই ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে স্কুলছাত্রীকে। শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টা ৫ মিনিটে গোপালপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্বজন ও প্রতিবেশীরা। দাফন শেষে হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

এর আগে শুক্রবার রাতে আনুশকার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর লাশ দেখেই কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

৭ জানুয়ারি দুপুরে গুরুতর অবস্থায় আনুশকাকে নিয়ে দিহানসহ তিন বন্ধু রাজধানীর আনোয়ার খান মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তভ্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে খবর পয়ে পুলিশ গিয়ে আনুশকার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। আটক করা হয় মূল অভিযুক্ত দিহানকে। সেইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয় দিহানের তিন বন্ধুকে।

শুক্রবার বিকেলে ঢামেক মর্গে আনুশকার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই সময় ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে। যৌনাঙ্গ ও পায়ুপথে ইনজুরি পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আনুশকার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারই ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেন নিহতের বাবা। এতে অভিযুক্ত করা হয় দিহানকে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে দিহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর কারাগারে পাঠানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়