আইরিন সুলতানা : [২] ইয়োলোষ্টোন জাতীয় উদ্যানে এক গুপ্তধন সন্ধানকারী পুরোনো কবর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিনষ্ট করেছেন। এ কারণেই তাকে এই সাজা দিলেন এক আদালত। তার নাম রডড্রিক ডো কাইথ্রোন। সিএনএন
[৩] মার্কিন আইন অনুযায়ী এভাবে গুপ্তধন সন্ধানে কোনও বাঁধা নেই। কিন্তু সজাতীয় সম্পদের ক্ষতিও করতে পারবেন না গুপ্তধন শিকারি। দেশটিতে প্রচুর পরিমাণে এই ধরণের গুপ্তধন শিকারি রয়েছেন। কাইথ্রন প্রায় ২ লাখ ডলারের আর্থিক ক্ষতি করেছেন বলেও জানা গেছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল