রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী মতবিনিময় সভার মাধ্যমে শুরু করেছেন ২য় দিনের প্রচারণা।
[৩] শনিবার (৯ জানুয়ারি) সকালে নতুন ফিসারী ঘাট এলাকায় সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কখা বলেন।
[৪] এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, যারা লক্ষ লক্ষ টাকার যান্ত্রিক নৌযান ও কর্মী পাঠিয়ে গভীর সমুদ্রে মৎস্য আহরণে কাজ করছেন, তারা ঝুঁকি নিয়ে দেশের জন্য অসীম সাহসী ভূমিকা রাখছেন। তিনি বলেন, সকলের দোয়া ও রায় নিয়ে মেয়র নির্বাচিত হয়ে মৎস্য শিল্পের সম্প্রসারণে নতুন নতুন উদ্যোগ নিয়ে মৎস্য ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট চাই।
[৫] এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) প্রথম দিনেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সাথে নিয়ে চসিক নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। তিনি বাদ জুমা শাহ আমানত মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
[৬] এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলমসহ দলীয় নেতাকর্মীরা। সম্পাদনা: জেরিন আহমেদ