শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড্যাবকে বিএনপি নেতাদের চোখ আর কান পরীক্ষা করার অনুরোধ তথ্যমন্ত্রীর

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নেতাদের আইএমএফ, বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড মনিটর, জাতিসংঘের রিপোর্ট, দ্য ইকোনমিস্টের রিপোর্ট পড়া দরকার। আপনারা শিক্ষিত মানুষ, তবুও রিপোর্টগুলো পড়েন না।

[৩] তিনি বলেন, দেশে যেখানে দারিদ্র্য ছিল ৪১ শতাংশ। সেটি এখন ২০ শতাংশের নিচে। অতি দরিদ্র যেখানে ২৪ শতাংশ ছিল। সেটি এখন ১১ শতাংশে নেমে এসেছে। এই রিপোর্ট উনারা পড়েন না। উনারা চোখ থাকতেও অন্ধ, তাই এমন আচরণ করছেন। ড্যাব নেতাদের অনুরোধ করবো রিজভী আহমেদ, মির্জা ফখরুলসহ যারা চোখ থাকতেও দেখেন না তাদের চোখ আর কান একটু পরীক্ষা করুন।

[৪] ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এগিয়ে গেছে, পদ্মা সেতু হয়েছে, সেটি তাদের সহ্য হয় না। এক যুগ পূর্তিতে শেখ হাসিনা উন্নয়নের যে তথ্যচিত্র উপস্থাপন করেছেন জাতির সামনে, যেটি শুনে জাতি আশায় বুক বেঁধেছে। কিন্তু বিএনপি নেতাদের সহ্য হচ্ছে না। বিএনপিকে অনুরোধ করবো, অন্ধ এবং বধীরের মতো সরকারের সমালোচনা না করে আত্মসমালোচনা করুন।

[৫] তথ্যমন্ত্রী বলেন, যেদিন স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, অর্থাৎ ১০ জানুয়ারি, সেদিন বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি। এই কর্মসূচি একদিন আগে কিংবা পরেও দিতে পারতো তারা। এর অর্থ হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা করা। স্বাধীনতা-সার্বভৌমত্বে যে তারা পুরোপুরি বিশ্বাস করে না তারই প্রমাণ। গত ৩টি নির্বাচনে জনগণ ঘৃণাভরে আপনাদের প্রত্যাখ্যান করেছে। আত্মসমালোচনা করুন, নাহলে টিভি ক্যামেরা, নয়া পল্টনের অফিস আর প্রেসক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন।

[৬] শনিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্সলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়