শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়র প্রার্থীর ঘোষণার অপেক্ষায় রাঙামাটি পৌরশহর

রাঙামাটি প্রতিনিধি: [২] দুই দলের জনপ্রিয় মেয়র প্রার্থী দলীয় সিদ্ধান্তের প্রত্যাশায়।

[৩] বিএনপি মনোনয়ন নিয়েছেন ১৩ জন নেতা ! বিএনপির দায়িত্বশীল সুত্রসমূহ জানিয়েছেন, সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভূট্টো,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিলের মধ্যে,যেকোন একজন হবে দলটির মেয়র প্রার্থী। তবে কয়েকজন শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও যুবদল নেতা সাকিল আসতে পারে। তৃণমুল পর্যায়ে কিন্ত সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্রো নাম শোনা যাচ্ছে ।

[৪] রাঙামাটি আওয়ামীলীগের প্রার্থী হতে দলীয় নেতৃত্বের কাছে রাজনৈতিক বায়োডাটা জমা দিয়েছেন ১১ জন নেতা। এর মধ্যে আলোচিত গুরুত্বপূর্ণ ও সর্ব’মহলে জনপ্রিয় প্রবীন নেতা হাবিবুর রহমান হাবিব সকলের শীর্ষে। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর নিশ্চিত করেছে,কেন্দ্রে আলোচনায় আছেন মাত্র দুইজন !

[৫] একাধিক সুত্রে দাবি করেছে- দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভবনা বেশী। সুত্রের দাবী বহিরাগত ও কেন্দ্র দখল পরিরকল্পনায় এই বিকল্প ব্যবস্থা গ্রহন করতে পারে।

[৬] জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম জানিয়েছেন, ‘আমরা সাক্ষাৎকার শেষ করেছি,শীঘ্রই আমরা নিজেরাও বসব। আশা করছি দু’তিনদিনের মধ্যেই প্রার্থীতা ঘোষণা করতে পারি। ’

[৭] প্রধান দুই দলের মেয়র প্রার্থী নিয়ে টানাপোড়েনের মধ্যেও আঞ্চলিক দলগুলোর সমর্থিত কোন প্রার্থীর কথা এখনো প্রকাশ্যে আসেনি। ধারণা করা হচ্ছে,রাঙামাটির প্রভাবশালী আঞ্চলিক দল জনসংহতি সমিতির সমর্থনে প্রার্থী হতে পারে যে কেউ।

[৮] পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানিয়েছেন, এই পর্যন্ত পদে স্বতন্ত্র হিসেবে ১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারন কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র নিয়েছেন।

[৯] নির্বাচন অফিন সুত্র জানা গেছে, রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬২ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রার্থীদের নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়