শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:১৮ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবপুরে দেড় হাজার অসহায় মানুষ পেলো বিনামূল্যে চিকিৎসা সেবা

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় দেড় হাজার অসহায় দুস্থ মানুষ পেলো বিনামূল্যে চিকিৎসাসেবা। উপজেলার সাধারচর ইউনিয়নের ২১নং উত্তর সাধারচর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাক্তার সিরাজুল ইসলাম ভূঁইয়া স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। রোগীরা প্রয়োজনীয় ওষুধ এবং ব্যবস্থাপত্র পেয়ে মহা খুশি।

শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দেড় হাজার রোগীকে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। নরসিংদী – ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহনের সার্বিক সহযোগিতায় এবং নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনুর সার্বিক তত্ত্বাবধানে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদানে ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, এমপি মোহনের মেয়ে ডাঃ জাফরানা জহির রুমা। এমপি মোহনের মেয়ে ডাঃ জাফরানা জহির ও ঢাকা থেকে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। সকালে চিকিৎসা সেবা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, চরসিন্দুর শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুল হক গাজী, ,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই মাষ্টার, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি জুনায়েদ হক ভূইয়া জুনু, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মাস্টার,ইউপি সদস্য জহিরুল হক ভূইয়া, দুলালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম ফকির, যুবলীগ নেতা মোঃ বাবুল ভুইয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমপি মোহন বলেন, ‘ এ স্বাস্থ্যসেবা আমাদের পরিবারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়