শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপা একমাত্র দেশের মানুষকে সু-শাসন দিতে পারে: জিএম কাদের

শাহীন খন্দকার : [২] জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব বেগ মাহতাব উদ্দিন। শুক্রবার (৮জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি’র উত্তরার বাসায় অনুষ্ঠানে একথা বলেছেন।

[৩] তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি’র দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে। বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে, কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বেগম পাড়ায় বাংলাদেশীদের অট্টালিকা তৈরী হচ্ছে।

[৪] বিরোধী দলীয় এই নেতা আরও বলেন, সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি। দেশের মানুষ সু-শাসন চায়, ন্যয়বিচার ভিত্তিক সমাজ চায়। তাই দেশের মানুষের সামনে জাতীয় পার্টিকে নিয়ে প্রত্যাশা জেগেছে। একারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন।

[৫] চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নান জাতীয় পার্টির চেয়ারম্যান-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ।

[৬] চেয়ারম্যানের মিডিয়া উইং থেকে এ তথ্য জানা গেছে। এসময়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুল,জাতীয় পার্টি খুলনা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়