শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৭ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী এবার আসছেন বাংলার ভাবী হয়ে

ইমরুল শাহেদ: নাম ভূমিকার অভিনেত্রী হওয়া ছাড়াও ছবিটি পরিচালনাও করছেন মৌসুমী। এ তথ্য জানিয়ে নৃত্যপরিচালক ও প্রযোজক সাইফুল ইসলাম জানান, মৌসুমী-ওমর সানি ছাড়াও এছবিতে একটি নতুন জুটি রয়েছে। সেই জুটিটি হলো প্রযোজকের ভাগিনা রোমান এবং গার্লফ্রেন্ড ছবির নায়িকা সীমান্ত সুমি। পরে তাদের জন্য নতুন নামকরণ করা হবে। সাইফুল জানান, বর্তমানে তারা হোতা পাড়া আছেন। সেখানে দুই দিনের আউটডোর শেষ করে পরবর্তী শুটিং শিডিউল ঠিক করবেন। ছবিটির চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন আসাদুজ্জামান মজনু। এইদিকে ছবিটি নিয়ে অন্য কথা বললেন পরিচালক সায়মন তারিক।

তিনি জানান, এই ছবিটির আগে নাম ছিল দেবর আমার কত আপন। এই নামেই আঁখি ফিল্মসের ব্যানারে পরিচালক সমিতিতে নিবন্ধিত আছে এবং ছবিটির পরিচালকও ছিলেন তিনি। দুইদিন কি তিনদিন শুটিং করার পর তিনি ছবিটি থেকে সরে গেছেন। কেন সরে গেছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি যখন গল্পটা হাতে পাই, তখন তাদের বললাম এই গল্পে চলবে না। গল্প পরিবর্তন করতে হবে। তাতে তারা রাজি হননি। তারপর ভাবীর চরিত্রের জন্য মৌসুমীকে চুক্তিবদ্ধ করি।

মৌসুমীও গল্প শুনে বললেন, গল্প পরিবর্তন করতে হবে। তারপর প্রায় মাসখানেক সময় নিয়ে আমরা লাইন-আপ করলাম। একজন স্বনামধন্য লেখককে দিয়ে লেখালামও। কিন্তু প্রযোজক সাইফুল ইসলাম আর ছবিটি করতে আগ্রহ দেখালেন না। তবে তিনি আমাকে যে গল্পটি দিয়েছিলেন, সে গল্পটি অন্য একটি শুটেড গল্পের সঙ্গে মিল আছে। এজন্য আমি আর গল্পটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে সম্মত হইনি। নিজের সম্মান নিয়ে নিজেই সরে এসেছি। এখন শুনছি মৌসুমী ছবিটি পরিচালনা করছেন।’ তিনি বলেন, ‘তবে একথাও সত্যি যে আমি ছবিটিতে চুক্তিবদ্ধ না হয়েই ছবিটির কিছু কাজ করেছি। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’ উল্লেখ্য, পরিচালনায় মৌসুমীর এটি তৃতীয় ছবি। এর আগে তিনি কখনো মেঘ কখনো বৃষ্টি ও মেহের নিগার নামে ছবি পরিচালনা করেছেন।

এছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র থেকে প্রযোজনা করেন গরীবের রাণী, সুখের ঘরে দুখের আগুন এবং বউয়ের সম্মান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়