শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:২৩ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

শাহীন খন্দকার:[২]স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম স্বাক্ষরিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

[৩] এতে পাঁচটি বিষয়ে এক হাজার ৯৩২ জন উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি পদে এক হাজার ২৯ জন, রেডিওগ্রাফিতে ৩৭১ জন, ডেন্টালে ২৪৬ জন, ফিজিওথেরাপিতে ২৩০ জন এবং রেডিওথেরাপিতে ৫৬ জন উত্তীর্ণ হন।

[৪] প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। রাজধানীর মহাখালি টিবি গেটে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

[৫] মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র ও সকল সনদের মূলকপিসহ এক সেট সত্যায়িত ফটোকপি নিয়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাস্থলে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেয়া হবে না।

[৬] গত ১২ ডিসেম্বর ঢাকার ৯টি কেন্দ্রে মেডিকেল টেকনোলজিস্ট পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩ হাজার ৫২২ জন প্রার্থী অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়