শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৭ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রকে হুমকি বলছে ইসরায়েল

রাশিদুল ইসলাম : [২]  ইসরায়েলের জেরিকো -৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৮’শ থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার তবুও চারটি মুসলিম দেশের কয়েক’শ কিলোমিটারের পাল্লার ক্ষেপণাস্ত্রকে হুমকি মনে করছেন দেশটি। ইসরায়েলের কাছে কয়েক’শ পারমাণবিক বোমা থাকলেও কোনো মুসলিম দেশ প্রতিরক্ষার জন্যে এধরনের বোমা তৈরি করলে তা যে কোনো প্রকারে বাধা সৃষ্টি করে দেশটি। ইসরায়েলে গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের ক্ষেপণাস্ত্র এ বছরের জন্যে দেশটির জন্যে হুমকি হয়ে দাঁড়াতে পারে। আরমস কন্ট্রোল ডট অরগ

[৩] ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিস জানিয়েছে, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন সূচিত হয়। এ সময় ইসরাইলের সেনাবাহিনীর শক্তি হ্রাস পেয়েছে।

[৪] ইসরাইলের এই প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দখলদার সরকারকে পরামর্শ দিয়ে বলেছে, ২০২১ সালে মিশর, জর্ডান ও ফিলিস্তন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একইসঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সে পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

[৫] ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিসের রিপোর্টে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে ইরান এখনও এই সমঝোতায় রয়েছে এবং সমঝোতার শর্ত মেনেই কিছু প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রেখেছে। বরং যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইসরায়েল, সৌদি আরব, আমিরাত ও মিসরের মত মিত্র দেশগুলোর উস্কানিতে ওই চুক্তি থেকে বের হয়ে গেছে। এক্ষেত্রে চীন, রাশিয়া ও ইউরোপের দেশগুলোর বারণ শোনেনি যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়