শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক বছরে ৩৩ হাজার ৭০৩ কোটি ৬৭ লাখ টাকা সমমূল্যের কারেন্ট জাল জব্দ

সুজন কৈরী: [২] গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশের বিভিন্ন নদী এলাকায় অভিযান চালিয়ে নৌ পুলিশ আনুমানিক ৩৩ হাজার ৭০৩ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার ৩০ টাকা সমমূল্যের ১৪৪ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৭৮৬ মিটার কারেন্টসহ বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে। এছাড়া ৩ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৪৩০ টাকা মূল্যের লাখ ১১ হাজার ৮০৬ কেজি জাটকা ও মা ইলিশ জব্দ করা হয়েছে।

[৩] জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধার মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

[৪] নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) সাথী রাণী শর্মা বলেন, গত বছরের ১২ মাসের অভিযানে আনুমানিক ৩৭ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৪০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, তিন কোটি ৪৮ লাখ ৮২ হাজার টাকা মুল্যের ১৭৫টি ট্রলার, ৮৪ লাখ টাকা মূল্যের ১২টি স্পীডবোট, ১০ কোটি ৭২ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৬২টি ড্রেজার, ২৯ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ৫১টি ফিশিং বোট ও ১৯২টি বাল্কহেড জব্দ করা হয়েছে।

[৫] তিনি বলেন, অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকও জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ২১৫ টাকা মূল্যের ২৯ হাজার ৫৩৪ কেজি গাঁজা, ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন, ৭ লাখ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ১৬০ লিটার ফেন্সিডিল, ৮ লাখ ৭৫ হাজার ৪১৬ টাকা মূল্যের ২ হাজার ৫৭০ পিস ইয়াবা, ৬ লাখ ৬৪ হাজার ৬০ টাকা মূল্যের ২ হাজার ৯০০ লিটার চোলাই মদ রয়েছে।

[৬] নৌ পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২০২০ সালে অভিযানকালে মৎস আইনে ৪৩৪ মামলায় ৯২০ জন, মাদক আইনে ৪১ মামলায় ৬৪ জন, চাঁদাবাজির ১৮ মামলায় ৫৪ জন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের ২৬ মামলায় ৯৮ জন, নদী দখল ও দূষনের ৫ মামলায় ৭ জন, বেপরোয়া নৌ-যানচলাচলের ৯৫ মামলায় ১৭৬ জন, ১৪ টি হত্যা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] এছাড়া ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ৬৩৪ টি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪ হাজার ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপমৃত্যুর ৩৮ মামলা হলেও এগুলোতে কেউ গ্রেপ্তার নেই।

[৮] এদিকে গত বছর পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ ও অন্যান্য আবেদনের ভিত্তিতে ৬৫ জন শিক্ষার্থী ও ১ হাজার ৪০৮ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়