মনিরুল ইসলাম: [২] বর্তমান শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে চলতি বছরের মধ্যেই নদী খননের কাজ শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
[৩] বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
[৪] বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে উত্তরবঙ্গে প্রবাহিত নদীগুলোর খনন কাজের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দেওয়া হয়।
[৫] প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন প্যাকেজে শূন্য থেকে শতভাগ কাজ শেষ হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। অনেকগুলো প্যাকেজে ৭৫ ভাগ ভৌত এবং ৪০ ভাগ আর্থিক অগ্রগতি রয়েছে, কিন্তু সেগুলোকে সমাপ্ত বলে উল্লেখ করা হয়
[৬] বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ড্রেজারগুলোর জ্বালানি তেলের ব্যবহার অনলাইনে মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সেন্সর বেইজ ডিভাইস স্থাপন করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।
[৭] সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলে বাঁধ ও প্রতিরক্ষা বাঁধের কাজে লবণাক্ততাবিরোধী সিমেন্ট ও কেমিক্যাল ব্যবহারের উদ্যোগের কথা মন্ত্রণালয় জানিয়েছে। এক্ষেত্রে তারা ডায়মন্ডসহ অন্য একটি সিমেন্টের লবণাক্ত প্রতিরোধী ক্ষমতা পরীক্ষার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে।
[৮] কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান অংশ নেন।