শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:৪৯ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী বালিয়াকান্দিতে নিখোঁজের ৪দিন পর ওমর আলী (১৪) নামে এক কিশোর কাচামাল ব্যবসায়ীর লাশ ঘাস ক্ষেত থেকে গত সোমবার সন্ধ্যায় উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় রাতেই অজ্ঞাতনামা আসামী করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের কাচামাল ব্যবসায়ী আহেদ আলী।

[৩] এ মামলার ৩ জন সন্দেহভাজন আসামী উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের সুশীল মন্ডলের ছেলে দিপক মন্ডল (৩৫), গোপাল মন্ডল ওরফে( লকাই) (২৬) ও নিখিল চক্রবর্তীর ছেলে মিঠুন চক্রবর্তী (৩২) কে গ্রেফতার করে বুধবার রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।

[৪] প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত শুক্রবার রাত ১০টার দিকে ঢোলজানি বাজারের স-মিলের নিকট চায়ের দোকানে ওমর আলীকে দেখাযায়। রাতে বাড়ী না ফেরায় তাকে খোঁজাখুজি করতে থাকে পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে রবিবার বালিয়াকান্দি থানায় নিখোঁজ জিডি করেন নিহতের বাবা আহেদ আলী। সোমবার বিকালে ঢোলজানি গ্রামের একটি ঘাস ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। মাথায় আঘাতের চিহৃ, গলাকাটা, হাতেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মঙ্গলবার ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করে। তার লাশ দাফন করা হয়েছে।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, হত্যা মামলার সন্দেহভাজন ৩ জন আসামী ও ওয়ারেন্টভুক্ত ৩ আসামী উজ্জল শেখ, শুভাশীষ মন্ডল ও রাশেদ শেখকে গ্রেফতার করে বুধাবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়