শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সেলিম (৬২) নামে এক জমি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সকাল ৬ টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] এ সময় তার বুকের বামপাশ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ডান পায়ের নিচের দিক ভেঙ্গে যায়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মো.সেলিম ডেমরা বাজার বাওয়ানী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

[৪] ডেমরা ট্রাফিক জোন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়ী সেলিম চৌরাস্তায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশ দিয়ে হেটে ষ্টাফ কোয়ার্টার যাচ্ছিলেন। এ সময় ষ্টাফ কোয়ার্টার হতে চৌরাস্তার দিকে আসা দ্রুতগামী (ঢাকা মেট্রো-ড ১৪-৩৫৩৪) কাভার্ডভ্যানটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। এ সময় চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান ডেমরা ট্রাফিক জোনের টিআই মো. সাইফুল ইসলাম।

[৫] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়ে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়