শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ও সিঙ্গাপুর থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার

সোহেল রহমান: [২] চলতি অর্থবছরের জন্য আড়াই লাখ মেট্রিক টন (দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ ও ১ লাখ টন আতপ) চাল কিনবে সরকার। এর মধ্যে ভারত থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে। অবশিষ্ট ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে সিঙ্গাপুর থেকে। এতে মোট ব্যয় হবে প্রায় ৮৬৭ কোটি ৩ লাখ টাকা। বুধবার ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত তিনটি পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

[৩] বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, ক্রয় কমিটির বৈঠকে সরকারি পর্যায়ে (জি-টু-জি-এর আওতায়) ভারতের ‘ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড’ থেকে ১ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। জরুরী ভিত্তিতে চাল কেনার এ প্রস্তাবটি ক্রয় কমিটির বৈঠকে উপস্থাপনের আগে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ৫২১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা।

[৪] তিনি জানান, বৈঠকে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের আরেকটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ চাল সরবরাহ করবে ‘মেসার্স ইটিসি এগ্রো-প্রসেসিং (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকা।

[৫] অতিরিক্ত সচিব জানান, এছাড়া সিঙ্গাপুরের ‘মেসার্স এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল ক্রয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭৩ কোটি ১১ লাখ ৭ হাজার টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়