শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৯:২১ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্থ্যদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ

উত্তম কুমার হাওলাদার: [২] পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।

[৩] বুধবার সকাল ১০ টায় পায়রা বন্দর মাল্টিপারপাস অফিস বিল্ডিং মিলনায়তনে "মডার্ণ অফিস ম্যানেজমেন্ট" বিষয়ক ছয় মাস ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দুই শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য এ প্রশিক্ষণে অংশ নেয়।

[৪] এর উদ্ধোধন করেন ডরপ'র টিম লিডার জেবা আফরোজ। ডরপ'র ডেপুটি টিমলিডার মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো.সাখাওয়াত হোসেন খান, মনিটরিং ও ইভানুয়েশন অফিসার মো. রাশেদুজ্জামান, রি-সেটেলমেন্ট অফিসার গোলাম সরোয়ার টিপু, প্রশিক্ষক সেলিম আহমেদ, সাংবাদিক অশোক মুখার্জী। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের প্রশিক্ষণার্থী শিমুল আখতার ও অহিদুল ইসলাম শাওন। উন্নয়ন সংস্থা ডরপ'র সহযোগীতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

[৫] উদ্ধোধনী অনুষ্ঠানে ডরপ'র টিম লিডার জেবা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের মডার্ণ অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে বিভিন্ন দফতরে চাকুরী সুবিধা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ছয় মাসে মোট ১৪৪ কর্মদিবসে এ প্রশিক্ষণের পাশাপাশি ৫০ জনকে ৭২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়