শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৫:২২ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প সহ ৪৭ মার্কিন কর্তার বিরুদ্ধে ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা চায় ইরান

রাশিদুল ইসলাম : [২] জেনারেল কাসেম সোলায়মানি ও আবু মাহদিকে হত্যার সঙ্গে জড়িত থাকায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ এসব মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জমা দিয়েছে ইরান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, যারা ওই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন এবং তা কার্যকর করেছেন তাদের শাস্তি দাবি করে ইরান। এ বিষয়টিকে ইরান খুবই গুরুত্ব দিচ্ছে। আল জাজিরা

[৩] নির্বাচনে পরাজয়ের পর হোয়াইট হাউস ছাড়ার যখন দুই সপ্তাহ বাকি ট্রাম্পের, তখন ইন্টারপোলের কাছে এধরনের গ্রেফতারি পরোয়ানা জারির দুইটি অনুরোধ এল।

[৪ ] এর আগেও তেহরানের প্রসিকিউটর আলি আল কাসিমেহর ইন্টারপোলের কাছে এমন গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছিলেন। গত জুনে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, পেন্টাগনে তার অন্য কর্মকর্তা ও ইউএস সেন্ট্রাল কমান্ডে এই ‘হত্যা ও সন্ত্রাসের অভিযোগে’ যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন তিনি। তবে ইরানের ওই অনুরোধ প্রত্যাখ্যান করে ইন্টারপোল। তারা জানিয়ে দেয়, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় অথবা বর্ণবাদ বিষয়ক কোনো কর্মকাণ্ডে কোন রকম হস্তক্ষেপ করার বিধান তাদের নিজস্ব গঠনতন্ত্রে নেই।

[৪] ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র আলি কাদখোদাই বলেছেন, যখন রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন ট্রাম্প তখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া খুব জটিল ব্যাপার। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, যেহেতু তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে আসছে, তাই তার বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে।

[৫] জেনারেল সোলায়মানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদিকে হত্যায় মার্কিন সেনাবাহিনীকে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাতিসংঘ এ হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়