শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ হাজার হীরার এক আংটি, বিশ্ব রেকর্ড গড়লো ‘দ্য মেরিগোল্ড‘

অনলাইন ডেস্ক: একটি আংটি তৈরিতে কতগুলো হীরা লাগতে পারে? একটি, দুটি বা কিছু বেশি। কিন্তু তাই বলে একটি আংটি তৈরিতে ১২ হাজারেরও বেশি হীরা ব্যবহার হতে পারে, এটা বিস্ময়করই বটে। তবে এমনই একটি আংটি বানিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের উত্তর প্রদেশের মেরুতের রেনানি জুয়েলারির মালিক ২৫ বছরের হারসিত বানসাল। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে। বিশেষ এই প্রকাশনা সংস্থার তথ্য অনুযায়ী, 'দ্য মেরিগোল্ড, দ্য রিং অব প্রসপারিটি' নামের বৃত্তাকার নকশার আংটিতে ৩৮ দশমিক ৮ ক্যারেটের হাজারো প্রাকৃতিক হীরা ব্যবহার করা হয়েছে। গাঁদা ফুলের মতো দেখতে ওই আংটির ওজন ১৬৫ গ্রাম বা ৫ দশমিক ৮ আউন্সের বেশি। এতে ব্যবহার করা হয়েছে মোট ১২ হাজার ৬৩৮টি হীরা।

দ্য মেরিগোল্ডে চারটি স্তর রয়েছে। প্রতিটি স্তরে ১৩৮টি আলাদা লাইনে হীরা গেঁথে গাঁদা ফুল আকৃতি তৈরি করা হয়েছে। হীরাগুলোর সবই গুণগত মানে উৎকৃষ্ট। ২৮ জন কারিগর এই আংটি বানিয়েছেন।

বানসাল গিনেসকে জানিয়েছেন, ভারতের সুরাটে জুয়েলারি নিয়ে পড়াশোনা করার সময় ২০১৮ সালে তিনি হীরা দিয়ে আংটি তৈরির রেকর্ডটি ভাঙার ব্যাপারে উৎসাহিত হন। এর ঠিক দুই বছর পর তার সংস্থা গত ২০ নভেম্বর এই আংটি তৈরির কাজ শেষ করে। এ আংটি তার বিক্রি করার ইচ্ছা নেই। এজন্য এটির দামও ধরা হয়নি। অত্যন্ত স্বচ্ছন্দে পরার আংটিটি তার স্বপ্নের প্রকল্পের অংশ, তাই এটি তিনি অমূল্যই রাখতে চান।

এর আগে বিশ্ব রেকর্ড গড়া আংটিতে ৭৮০১টি হীরা ব্যবহার করা হয়েছিল এবং সেটিও ছিল ভারতের কারিগরদের তৈরি। দেশটির হায়দরাবাদ ভিত্তিক জুয়েলার্স হলমার্ক সেটি তৈরি করেছিল। সূত্র:সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়