শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২১, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৫ ডাকাত ও ২ ছিনতাইকারী আটক

সুজন কৈরী: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৫ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-১০। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ব্যাটালিয়নটি দুই ছিনতাইকারীকে আটক করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, সোমবার দিবাগত রাতে ব্যাটালিয়নের একটি দল কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তারা হলেন- ইকবাল (৩২), সোহেল হোসেন ওরফে মামুন (২৪), আরিফ হোসেন ওরফে অপু (২২), শেখ আহমেদ হোসেন ওরফে মুন্না (৪০) ও হায়দারুল ইসলাম ওরফে সোহেল (৩৬)। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি শুটার গান, ৬ রাউন্ড এ্যামুনেশন, ২টি চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে যানবাহন থামিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, সোমবার রাতে ব্যাটালিয়নের সিপিসি- ১ এর স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ জনপদের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন (৩২) ও আবুল হোসেন (৩৫) নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি খেলনা পিস্তল ও ১টি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকু ও খেলনা পিস্তলের ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিলো। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়