শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৯৯১, সুস্থ ৯৪৪

লাইজুল ইসলাম ও মহসীন কবির: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন পুরুষ ১৬ জন এবং নারী ৪ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬৭০ জনে।

[৩] গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১৪৬২৯টি নমুনা সংগ্রহ ও ১৪৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২৮৬৮৮৫টি। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫১৭৯২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৬২৪৫৯ জন।

[৪] নমুনা পরীক্ষার হার ৬ দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।

[৫] মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের ত্রিশোর্ধ্ব দু’জন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন। বিভাগ হিসেবে মৃতদের মধ্যে ঢাকায় ১৪ জন, খুলনায় একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে দুজন রয়েছেন। পুরুষ ৫৮৩১ জন (৭৬ দশমিক শূন্য ৩ শতাংশ) ও নারী ১৮৩৯ জন (২৩ দশমিক শূন্য ৯৭ শতাংশ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়