শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:৩৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রদূত হচ্ছেন মেজর জেনারেল শামিম উজ জামান

আজাহার আলী সরকার: [২] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সামরিক সচিব (এমএসপি) এবং কমান্ডার, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-এর দায়িত্বে থাকা মেজর জেনারেল শামীম উজ জামান ১১তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার। গত ১ জানুয়ারি ছিল তার সরকারী চাকরির শেষ দিন ।

[৩] এরআগে রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে গত মঙ্গলবার নিয়োগ পেয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল সালাউদ্দিন ইসলাম। তিনি ১৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের একজন কর্মকর্তা ।

[৪] মেজর জেনারেল এস এম শামিম উজ জামানকে প্রেষণে কুয়েতের রাষ্ট্রদূত নিয়োগ করা হতে পারে। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগের ব্যাপারে দ্রুত একটি আদেশ জারি করা হতে পারে।

[৫] সূত্র মতে, কুয়েত পুর্ন গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার হিসেবে তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল শামীম উজ জামান কমান্ডার হিসেবে তিন বছর নিয়োজিত থেকে দক্ষতার পাশাপাশি বেশ সুনামও অর্জন করেছিলেন। সেই সফলতার জের হিসেবে তাকে সেখানে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে বলে অনেকে মনে করেন।

[৬] এছাড়া সম্প্রতিকালে কুয়েতে বাংলাদেশের একজন এমপি গ্রেপ্তারসহ নানান দুর্নীতির খবরে সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন হওয়ার জের হিসেবেও সেখানে দায়িত্বরত রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার।

[৭] মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে চলতি বছরের ১৩ জুলাই কুয়েতের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়। তিনি ১৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের অফিসার।

[৮] তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোর জাতিসংঘ শান্তি মিশনে কাজ করেছেন।

[৯] তিনি রাষ্ট্রদূত হওয়ার আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং কর্মকর্তা (সেনা) হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি কুয়েতে রাষ্ট্রদূত এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়