শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে পৌর নির্বাচনে আ.লীগের গলার কাঁটা দলেরই বিদ্রোহী প্রার্থীরা!

স্বপন কুমার দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী। উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান মেয়র মো. জুয়েল আহমদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

[৩] দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ) বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিদ্রোহী প্রার্থীরা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের।

[৪] অন্যদিকে, আওয়ামী পরিবারের শক্তিশালী দুজন বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির একক প্রার্থী মো. আবুল হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে অনেকটা নির্ঝঞ্জাট হয়ে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে বিএনপির আভ্যন্তরীন কোন্দলে তিনিও কিছুটা অসুবিধায় আছেন।

[৫] আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি ভোটকেন্দ্রে ব্যালেটে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০৯ জন।

[৬] আওয়ামী লীগ প্রার্থী মো. জুয়েল আহমদ ২০১৫ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন। এ বছর আওয়ামী লীগে দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছেন নৌকার প্রার্থী। একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নির্বাচনের মাঠে অনেকটা নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। আর বিএনপির নেতাকর্মীরা আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত রয়েছেন।

[৭] জানা গেছে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সহ সভাপতি, তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ঠিকাদার মো. হেলাল মিয়া (জগ) দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তারা উভয়ে ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।

[৮] ভেতরে ভেতরে দলের অনেক নেতাকর্মীও তাদের পিছনে রয়েছেন। তবে বর্তমান মেয়রের বিরুদ্ধে দলেরই অনেক নেতাকর্মীর বিস্তর অভিযোগ রয়েছে। তিনি পৌরসভায় একচ্ছত্র আধিপত্য বিরাজ করে দলীয় নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছেন।

[৯] বিএনপির প্রার্থী মো. আবুল হোসেন বলেন, কমলগঞ্জ পৌরসভায় বিএনপির শক্তিশালী ঘাঁটি রয়েছে। দলীয় ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ কাজ করলে এবং সুষ্ঠু নির্বাচন হলে দলীয় প্রতীক ধানের শীষ বিজয় হবে।

[১০] আওয়ামী লীগের বিদ্র্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। তিনবারের পৌর কাউন্সিলর ছিলাম। গত নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলের শীর্ষ নেতৃবৃন্দ এ বছর আমাকে মনোনয়ন দিবেন বলে আশ্বাস দেওয়ায় গত বছর আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। এবছর দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা চেয়েছেন বলেই মেয়র পদে নির্বাচন করছি।

[১১] আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ঠিকাদার মো. হেলাল মিয়া বলেন, পৌর এলাকার সর্বস্তরের জনগণের চাপে প্রার্থী হয়েছি। দলমত নির্বিশেষে ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

[১২] আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জুয়েল আহমদ বলেন, পৌরসভায় প্রথমবারের মতো দলীয় মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীকে কাঙ্খিত সেবা দিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে এবারও নৌকার পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। অন্যদিকে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে শিগগিরই দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

[১৩] কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্ণিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ব্যালেটের মাধ্যমে দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। নির্বাচনের পরিবেশও এখনও সুষ্ঠুু আছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়