শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতে গুড়ের পানির উপকারিতা

ডেস্ক রিপোর্ট: শীতে শরীর চাঙ্গা রাখতে উষ্ণ পানিতে গুড় মিশিয়ে খেতে পারেন। এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা-

গুড়ের পানির স্বাস্থ্য উপকারিতা: এটি রক্ত চলাচল বাড়িয়ে দিতে সহায়তা করে এবং শরীরের উষ্ণতা বাড়িয়ে দেয়। গুড় আখ বা খেজুর দিয়ে তৈরি করা হয়। এতে থাকা ক্যালরি শরীরে তাপ উৎপন্ন করে।

গুড়ে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ উপাদান। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। শরীর রাখে উষ্ণ, সর্দি-কাশি নিয়ন্ত্রণে রাখে। প্রাকৃতিকভাবে মিষ্টি এই খাবার শীতেই টাটকা পাওয়া যায়। সকালে খালি পেটে উষ্ণ পানিতে গুড় মিশিয়ে খেলে ওজন কমাতে এবং ভালো হজমক্রিয়ায় সহায়তা করে।

এছাড়াও গুড়ে রয়েছে সমৃদ্ধ আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি উপাদান। মিষ্টি এই পানীয় কফের সমস্যা সমাধান করে।

শীতের সকালে খালি পেটে এক গ্লাস গুড়ের উষ্ণ পানি পুরো স্বাস্থ্যের জন্যই উপকারী।

গুড়ের পানি তৈরি করবেন যেভাবে: এক গ্লাস পানি একটি প্যানে গরম দিন এবং এতে এক ইঞ্চি পরিমাণ টুকরো গুড় দিন। গুড়টি নেড়েচেড়ে দিন, গলে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। তবে উষ্ণ থাকতেই পান করে নিতে হবে।

গুড়ে উচ্চমাত্রায় ক্যালরি রয়েছে। তাই ক্যালরি এড়াতে একদিন পর পর খেতে পারেন।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়