শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিক দলে ডাক পেয়ে বিস্মিত শরিফুল ও ইমন

রাহুল রাজ: [২] এমন একটা দিনের জন্য অপেক্ষা করছিলেন শরিফুল ইসলাম। জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হবে, যেখানে থাকবে তার নাম। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী পেসারের অপেক্ষা গুছলো সোমবার ৪ জানুয়ারি।

[৩] ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাথমিক ২৪ জনের ওয়ানডে দলে জায়গা হয়েছে বাঁহাতি পেসারের। শুধু শরিফুলই নন, এই দলে জায়গা পেয়েছেন তারই অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ পারভেজ হোসেন ইমনের। প্রাথমিক দলে ডাক পেয়ে বিস্ময়ের ঘোরে রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।

[৪] যুব দল থেকে দশ মাসের ভেতরেই বড়দের দলে তারা। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের রেণু ছড়িয়ে সাকিব-তামিমদের ড্রেসিংরুমে জায়গা করে নিয়েছেন। এবার সেখানে নিজেদের অবস্থান পাকা করতে চান। শরিফুল দীর্ঘদিন ধরে খেলছেন ঘরোয়া ক্রিকেট। তবে শেষ যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেন তিনি।

[৫] এরপর বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপে নিজের ক্যারিশমা দেখিয়েছেন। টুর্নামেন্টের ১০ ম্যাচে শরিফুল শিকার করেন ১৬ উইকেট। বল হাতে উজ্জ্বল পারফরম্যান্সে জাতীয় দলের দরজা খুললো তার।

[৬] তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরিফুল মুঠোফোনে জানান, ‘এটা ভালো লাগার মতোই একটা খবর। এই দিনটির জন্য এত কষ্ট করে আসছি। দারুণ এক অনুভূতি কাজ করছে। আমার স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। এবার ক্যাম্পে ডাক পেয়েছি। চেষ্টা করবো যেন নিজের অবস্থান ধরে রাখতে পারি।’

[৭] ইমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে সবাইকে চমকে দেন। দ্রুততম সেঞ্চুরির ইনিংসটি দিয়ে তিনি এক লাফে জাতীয় দলে। হুট করে আসা সুযোগে বিস্মিত ইমন, ‘আমাকে কী কারণে ডাকা হলো সত্যিই এসব নিয়ে ভাবিনি। স্কোয়াডে আমরা নাম দেখে খুবই অবাক হয়েছি, বিস্মিত। এটা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। ভাবিনি এত দ্রুত ডাক আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়