কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই, যথাসময়ে প্রথম ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে।
[৩] তিনি বলেন, ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয়ে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে।
[৪] ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট বিবিসিকে বলেছে, অন্য দেশে টিকা রফতানির অনুমতিই পায়নি তারা। সেখানে নিষেধাজ্ঞার কোনো প্রশ্নই নেই।
[৫] সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা মায়াঙ্ক সেন জানিয়েছেন, টিকা রফতানিতে নিষেধাজ্ঞার যে খবর প্রকাশিত হয়েছে, তা পুরোপুরি সঠিক নয়।