শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপথ গ্রহণ করলেন বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান

মাহবুবুর রহমান: [২] ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বেগমগঞ্জ উপজেলার নব নির্বাচিত পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[৩] এতে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান, চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের বিভাগীয় কমিশনার মো.এ বি এম আজাদ।

[৪] সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সরকার উপ- পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম।

[৫] এ সময় উপস্থিত ছিলেন,জেল ছাত্রলীগের সাবেক সদস্য মো.ইমরান নুর রফি এবং জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

[৬] প্রধান অতিথি বলেন, সরকারী কর্মকর্তাদের চাইতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেশী। তাই তাদের সরকারের এবং রাজনৈতিক মেনোফেষ্ট অনুয়ায়ী প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি গ্রামকে শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা দিয়ে দেশকে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার আহবান জানান তিনি।

[৭] নব নির্বাচিত চেয়ারম্যানরা তার বক্তব্যে বলেন, সততা ও নিষ্ঠার সাথে সরকারের যাবতীয় কাজ করবেন এবং তাদের নিজ নিজ উপজেলায় দূর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত ও বাল্য বিবাহমুক্ত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়