শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি

আফরোজা সরকার: [২] রংপুরে ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে নিহতের শহীদ হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করেন, শহীদ পরিবারের সদস্যরা ও নিসবেতগঞ্জ এলাকাবাসী।

[৩] এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা বলরাম মহন্ত, ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, অ্যাড. লুৎফুল কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য জাকারিয়া জাকির, অজয় কুমার দুলু প্রমুখ।

[৪] বক্তারা বলেন, রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও এর ঐতিহাসিক সিন্ধান্ত গ্রহণ করে স্বাধীনতাকামী মানুষ। ১৯৭১ সালের ২৮ মার্চ ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এ অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র, কৃষক, দিনমজুরসহ সকল পেশার সংগ্রামী মানুষ। তারা ক্যান্টনমেন্ট ঘেরাও করলে ক্যান্টনমেন্ট থেকে গোটা দশেক জিপ বেরিয়ে আসে এবং মিছিল লক্ষ্য করে শুরু হয় একটানা মেশিনগানের গুলিবর্ষণ। মাত্র ৫ মিনিটে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়।

[৫] হাজারো লাশ পড়ে থাকে মাঠে। ওই দিন স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তারা আজও শহীদের স্বীকৃতি পায়নি। অথচ কত ভূয়া মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে তালিকায়। আমরা অবিলম্বে ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতির দাবি জানাচ্ছি। সেই সাথে ঘটনাস্থল বালারখালকে বধ্যভূমি হিসেবে স্বীকৃতি দেয়ারও দাবি জানাচ্ছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়