শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:১৯ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে লবণ মাঠ থেকে ইয়াবা ও আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া লবণের মাঠ এলাকা থেকে মালিক বিহীন ৩০ হাজার পিস ইয়াবা ও দুটি আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে বিজিবি।

[৩] রোববার ভোরে উপজেলার নয়াপাড়া লবণ মাঠ এলাকা থেকে আন্দামান গোল্ড বিয়ার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪] রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। তিনি জানান,শনিবার রাতে নয়াপাড়া বিশেষ ক্যাম্পের একটি টহলদল পিএসসি এলাকায় নিয়মিত টহল করছিল।

[৫] ভোরে বেড়িবাঁধ হতে ৬০০মিটার উত্তর পশ্চিমে একজন ব্যক্তিকে লবণ মাঠ হয়ে কক্সবাজার টেকনাফ প্রধান সড়কের দিকে আসতে দেখে।তাৎক্ষণিকাভাবে বিজিবি টহলদল ঔই ব্যক্তিকে ধাওয়া করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ঘণ কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পাশ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে টহলদল উক্ত স্থানে পৌঁছে লবণ মাঠ তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ও দুটি আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়।

[৬] তিনি আরো জানান,উদ্ধারকৃত আন্দামান গোল্ড বিয়ার ও ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়