শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির শতবর্ষে অধ্যাপকের ১০০ বই উপহার

সমীরণ রায়: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ব্যবহারের জন্য বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে ১০০ বই উপহার দিয়েছেন।

[৩] রোববার এক ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রাক্কালে অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান নিজ বিভাগের সেমিনার লাইব্রেরিতে ১০০ বই দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে। তিনি অধ্যাপক ড. এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে বইগুলোর যথাযথ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

[৪] ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ দেওয়ান রশিদুল হাসান, ছাত্র-শিক্ষককেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বক্তব্য রাখেন।

[৫] অনুষ্ঠান সঞ্চালনা করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. রূপা চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়