শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২১, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদীতে ভাসছিল ইয়াকুবের লাশ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের পাঁচ দিন পর ইয়াকুব আলী (৪৩) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পশ্চিমে মো. আলীর ঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থান থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

নিহতের শরীরে আঘাতের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। অর্থ লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ট্রাকচালক ইয়াকুব আলীকে হত্যা করা হয়েছে বলে তার পরিচিতজনরা দাবি করলেও পুলিশ বলছে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

নিহত ইয়াকুব আলী কিশোরগঞ্জ জেলার নিকলি থানার বাটি ভাড়াটিয়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। তিনি ফতুল্লার দাপা শৈলকূড়া এলাকায় স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, গত ২৯ ডিসেম্বর আলীগঞ্জ এলাকা থেকে তিনি নিখোঁজ হলে তার আর কোনো হদিস পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এলাকাবাসীর দাবি, টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ইয়াকুবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আসাদ জানান, মরদেহের মাথার পেছনে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে সেটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড সে বিষয়টি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নদীর তীরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়