শিরোনাম

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউবার একটি ব্যাংককে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

তাবাসসুম সুইটি: [২] কিউবার সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্টতা ও নিজেদের মুনাফা থেকে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে সাহায্য করার অভিযোগে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। আল-জাজিরা

[৩] শুক্রবার এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, তারা কিউবার ‘ব্যাংকো ফাইনানশিয়ারো ইন্টারন্যাশনাল এসএ’ (বিএফআই) কালো তালিকাভুক্ত করার মাধ্যমে তারা, দেশটির সাধারণ জনগণের বদলে সামরিক বাহিনীকে উপকৃত হওয়ার কোনো সুযোগ দিতে চায়না।

[৪] শুক্রবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী বার্নো রদ্রিগেজ এক টুইটে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে প্রত্যাখান করে জানান, ক্ষমতাসীন মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ নেয়ার মূল উদ্দেশ্য, বিপ্লবের ৬২ বছর পর কিউবার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করা।

[৫] এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে, কিউবাকে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকারী দেশ হিসাবে প্রচারের মাধ্যমে, ট্রাম্প প্রশাসনের এই কালো তালিকাভুক্তকরণকে ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখানো হচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়