শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:২৭ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক বছরে ২১১ কোটি ৯ লাখ টাকার চোরাই পন্য উদ্ধার করেছে বিজিবি

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফ সীমান্তে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস ২০ইং পর্যন্ত বিজিবির অভিযানে ২১১কোটি ৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকার মাদকদ্রব্য, চোরাই পন্য, স্বর্ণ, অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সব উদ্ধারের ঘটনায় ২৪৪ জনকে আটক এবং ১৪ মাদক পাচারকারী নিহত হয়েছে। ৩৯১টি মামলা দায়ের করা হয়েছে।

[৩] শনিবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান।

[৪] তিনি জানান, গত এক বছরে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ৬৮ লাখ ৪৪ হাজার ৬’শ ৭১ পিস ইয়াবা জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ২০৫ কোটি ৩৪ লাখ হাজার ৩’শ টাকা। এসব ইয়াবা, জব্দের ঘটনায় ২৬৯টি মামলায় ২১১ জনকে আটক, ১ জনকে পলাতক আসামী করা হয়েছে এবং এসব উদ্ধারের ঘটনায় গুলাগুলিতে ১৪ পাচারকারী নিহত হয়েছে। বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ৩ লাখ ৮৭ হাজার ৫’শ ৫৫ টাকার মূল্য মানের মিয়ানমারের ৮২৮ ক্যান বিয়ার,মদ ৩০ বোতল, বাংলা মদ ১৭ লিটার, ফেন্সিডিল ২৩৪ বোতল ও ১০ কেজি ৫৩০ গ্রাম গাজা জব্দ করা হয়। এসব জব্দের ঘটনায় ১৯টি মামলায় ৮জনকে আটক করা হয় ২ কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৯৬১ টাকার মূল্য মানের ৩৯৩ ভরি ২ আনা ২ রতি ৫ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়। এসব জব্দের ঘটনায় ৭টি মামলায় ৭ জনকে আটক এবং ২ জনকে পলাতক আসামি করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ কোটি ২০ লাখ ৫ হাজার ৯৩৬ টাকা মূল্যের চোরাই পন্য জব্দ করা হয়েছে। ৮৪টি মামলায় ১৩ জনকে আটক করা হয়।

[৫] তিনি আরো জানান, বিজিবির জওয়ানরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি ১৭টি বন্দুক, ১টি চায়না পিস্তল, ২৬ রাউন্ড তাজা কার্তুজ, ২রাউন্ড চায়না পিস্তলের কার্তুজ, ১৬রাউন্ড কার্তুজের খালি খোসা, ৩টি কিরিচ, ৪রাউন্ড রাইফেল এ্যামুেশন, ৪রাউন্ড এলএমজি এ্যামুেশন ও ৪রাউন্ড রকেট প্যারাসুট প্লেয়ার উদ্ধার করা হয়। ১২টি মামলায় ৫জনকে আটক করা হয়। তবে সীমান্তে যে কেনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়