শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৭:৫৯ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২০ সালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দূর্ঘটনা

সিরাজুল ইসলাম: [২] খানাখন্দ রাস্তা থেকে রুপান্তরিত হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা, ঝড়ছে প্রাণ। সড়কটি সঠিক পরিকল্পনা ছাড়া যথাযথ প্রশস্ত করার পর বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে গেল -২০২০ সালে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ঘটেছে দূর্ঘটনা। দীর্ঘায়িত হয়েছে মৃত্যুর মিছিলো। এতে আপনজন হারানোর ব্যথায় কাঁদছে পরিবারগুলো ।

[৩] জানা গেছে, আড়াইশ কোটি টাকা ব্যয়ে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে প্রশস্তকরণ সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনের আগেই সড়কের বিভিন্ন জায়গায় দেখা দেয় ফাটল। তার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ভারী যানবাহন বিকল্প রাস্তা হিসেবে এ সড়ক ব্যবহার করে বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গেল বছর অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সড়ক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের কাছে এ সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

[৪] সূত্রমতে, গত ২২ অক্টোবর দুপুরে মহাসড়কের বিনোদপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যান বাসের ড্রাইভার হ্নদয়, দু‘যাত্রী –নিখিল ও আনোয়ারা খাতুন। মারাত্মকভাবে আহত হন কমপক্ষে ১৫ জন। তার একদিন আগে সন্ধ্যায় ডাবলব্রীজ এলাকায় মোটরসাইকেল চাপায় প্রাণ হারান মেদুলিয়া গ্রামের গার্মেন্টকর্মী সেলিম। ১৭ অক্টোবর সকাল ৯ টার দিকে মিতরা বাসস্ট্যান্ডে ট্রাকের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আবুল সিকদার। ১৩ অক্টোবর বিকেল ৩টার দিকে দেউলি-কিটিংচর এলাকায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে নিহত হন নাজিমুদ্দিন ও ৩ বছরের শিশু ইনফা। আহত হন কম কমপক্ষে ১০-১২ জন। ২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে কাশিমনগর বাসষ্ট্যান্ডে অ্যাম্বুলেন্সের চাপায় মারা যান ইটভাটা সরদার আব্দুল জলিল মোল্লা। ১ সেপ্টেম্বর সকাল সোয়া ৯টার দিকে কিটিংচর নূরালীকুমের পূর্ব পাশে মোটর সাইকেল ও ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান গরু ব্যবসায়ী আরমান। ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বাস্তা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মোটর সাইকেল- পিকআপ মুখোমুখি সংঘর্ষে মারা যান মোটর সাইকেল চালক আশরাফ খান ও পিকআপের যাত্রী শিশু আব্দুল্লাহ। ১৩ জুলাই দাদার সঙ্গে বাজারে যাওয়ার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান সুদক্ষিরা গ্রামের মোস্তাফিজুর রহমান নামের ৮ বছরের শিশু। ১১ জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ট্রাক ঢুকে একই পরিবারের আপন দু‘বোন-৯ বছরের সুর্বনা ও ২ বছরের ইনফার প্রাণ কেড়ে নেয়। তার কয়েকদিন আগে পূর্ববাস্তা এলাকায় হ্যালো বাইকের চাপায় মারা যান আবুল কালাম ওরফে কালা মিয়ার স্ত্রী।

[৫] এদিকে, ২১ মার্চ মেদুলিয়া গ্রামে রাস্তা পার হওয়ার সময় বাড়ির সামনে মোটর সাইকেলের চাপায় আহত হন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহর পিতা শেখ আইয়ুব আলী। চিকিৎসাধীন অবস্থায় গত ১ আগস্ট তিনি মারা যান। এর বাইরেও সড়ক দূর্ঘটনায় মারা যান অর্ধডজন ব্যক্তি। অধিকাংশ দূর্ঘটনায় নিহতদের পরিবার ময়না তদন্তের ঝামেলা থেকে রেহাই পেতে মামলা করেননি বলে জানা গেছে ।

[৬] স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি প্রশস্তকরণে প্রতিদিন এ আঞ্চলিক মহাসড়কে যোগ হচ্ছে বৈধ-অবৈধ যানবাহন। ওই সমস্ত যানবাহনের চালকদের নেই কোনো লাইসেন্স বা প্রশিক্ষণ। তারা আরো বলেন, রাতের বেলায় সড়কটিতে অন্য রোডের গাড়ী চলাচল করায় প্রতিনিয়ত দূর্ঘটনা বেড়েই চলছে।

পশ্চিম বাস্তা গ্রামের ইস্রাফিল অভিযোগ করে বলেন, ট্রাক বাড়িতে ঢুকে আমার দুটি সন্তান মেরে ফেলে কোল খালি করে দিয়েছে। আমার মতো এ রকম দূর্ঘটনা আর যেন কারো পরিবারে না ঘটে।

সড়ক দূর্ঘটনায় পিতা হারানো সাংবাদিক মাসুম বাদশাহ বলেন, সড়কটির দক্ষিণ পাশে অপরিকল্পিতভাবে গাইড ওয়াল করা হয়েছে । কেটে ফেলা হয়েছে ওই রাস্তার অসংখ্য পুরনো গাছ। দেয়া হয়েছে নামমাত্র নিরাপত্তা বেষ্টনী। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তিনি আরো বলেন , নির্মিত গাইড ওয়ালে সিঁড়ি না থাকায় নিচে নামাউঠা সম্ভব নয়। এ কারণে দূর্ঘটনায় কবলিত যানবাহন খাদে পড়ে গেলে যাত্রীদের চিকিৎসাতো দূরের কথা তাদের উদ্ধার করা একেবারে অসম্ভব।

[৭] এ প্রসঙ্গে মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল- হাসান মারুফ বলেন, চীফ ইঞ্জিনিয়ারের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দেয়া যাবে না।

[৮] এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, দূর্ঘটনা রোধকল্পে ইতোমধ্যেই ডিসি স্যার সড়কটি পরিদর্শন শেষে বেশ কিছু পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়