হারুন-অর-রশীদ: [২] শনিবার (২ জানুয়ারি) সকালে নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন এলাকাবাসী।
[৩] ওসি সোহেল রানা নগরকান্দা থানায় যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে থাকে থানার আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাদক, চুরি, ছিনতাই, দালালি ও নারী নির্যাতন বন্ধসহ নানা অপকর্ম কমতে শুরু করে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
[৪] তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে অংশ গ্রহণের মাধ্যমে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে এলাকাবাসীর কাছে বেশ পরিচিতি লাভ করেন। তিনি কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একাধিক বার বিভিন্ন সম্মাননা পদক লাভ করেন।
[৫] হঠাৎ করেই তার বদলির খবরে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে এক ধরণের শোকের ছায়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।সম্পাদনা: জেরিন আহমেদ