শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৪:৪২ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ভূয়া ডিবি পুলিশ আটক

এম এ হালিম: [২] সাভারে বিশেষ অভিযানে এসে সাভার থানা পুলিশের হাতে আটক হয়েছে দুই ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব। এর আগে গতকাল সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

[৩] আটকরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা । অপরজন পটুয়াখালী জেলার গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা। তাদের বিরুদ্ধে পূ্র্েবও আরও মামলা রয়েছে।

[৪] পুলিশ জানায়, সাভারের ওই এলাকায় এসে প্রায়ই আড্ডা দেওয়ায় এক ব্যক্তির সন্দেহ হয়। পরে তিনি জানতে চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য এসেছেন বলে জানান। পরে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। মাসুদ রানার ব্লেজারে ডিএমপির মনোগ্রাম, মুজিব শত বর্ষের মনোগ্রাম লাগানো ছিলো।

[৫] বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপূর্ব জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ আদালতে পাঠানো হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়