শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:২৪ সকাল
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনের রাজধানীতে বিমান হানা জোট বাহিনীর

ডিডব্লিউ: ইয়েমেনে ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত সৌদির মধ্যস্থতায় তৈরি হওয়া জোট সরকারের। হুতি বিদ্রোহীদের দখলে থাকা রাজধানীতে বিমান হানা।

সৌদি আরবের অভিয়োগ, বুধবারের বিস্ফোরণের পিছনে ছিল হুতি বিদ্রোহীরা।

বুধবার এডেনে নতুন সরকারের মন্ত্রীরা যখন সৌদি আরব থেকে ফিরেছেন, তখনই বিমানবন্দরে বিস্ফোরণ হয়। মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা অক্ষত থাকলেও মারা গেছেন ২২ জন। পরে প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেও বিস্ফোরণ হয়। সেখানেই ছিলেন মন্ত্রীরা। ঘটনার দায় স্বীকার না করলেও প্রেসিডেন্ট হাদির নেতৃত্বে জোট সরকারের অভিযোগ, এই আক্রমণের পিছনে হুতি বিদ্রোহীরাই ছিলেন। এরপর বৃহস্পতিবার হুতি-শাসিত রাজধানী সানা-তে অন্তত ১৫টি জায়গায় বোমা ফেলে বিমান বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় বোমা ফেলা হয়েছে। হুতি বিদ্রোহীদের টিভি চ্যানেল জানিয়েছে, অন্তত ১৫টি জায়গায় বোমা ফেলেছে বোমারু বিমান। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

সৌদির মধ্যস্থতায় তৈরি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন মুবারক সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইয়েমেনের অস্থিরতা কাটাতে সরকার তার দায়িত্ব পালন করবে। জঙ্গি আক্রমণ করে তাদের থামানো যাবে না।

ইয়েমেনে হাদি সরকারই আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। এই হাদি সরকারের সঙ্গে এ বার সৌদি আরবের মধ্যস্থতায় জোট হয়েছে সাদার্ন ট্রান্সিশনাল কাউন্সিলের বিচ্ছিন্নতাবাদীদের। বুধবারই সব মন্ত্রী রিয়াধ থেকে এডেন এসে পৌঁছেছিলেন। তখনই বিমানবন্দরে বিস্ফোরণ হয়। সরকার এখন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল। ২০১৪ থেকে রাজধানী শহর হুতিদের অধীনে। হুতিদের সমর্থন করে ইরান। জোট সরকারের পিছনে আছে সৌদি আরব ও আমিরাত। গ্রন্থনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়