শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষেই দুর্গম এলাকায় বিদ্যুতের আলো পৌঁছে যাবে: নসরুল হামিদ

সমীরণ রায়: [২] শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, ছবিগুলো দুর্গম চরাঞ্চলের মানুষের বিদ্যুতায়নের। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড-নেসকো রাজশাহী এবং লালমনিরহাটের বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রায় ১০ হাজারের বেশি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতায়ন করছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এইসব চরাঞ্চলের মানুষেরাও হয়তো কখনো ভাবেননি তাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছাবে।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ডিসেম্বরের মধ্যেই দেশের সব গ্রিড এলাকায় শতভাগ বিদ্যুতায়ন শেষ হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা দুর্গম এলাকায় যেখানে গ্রিড লাইন নেই সেইসব ঘরেও মুজিববর্ষের মধ্যেই পৌঁছে যাবে বিদ্যুতের আলো।

[৪] প্রতিনমন্ত্রী বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ মূল মন্ত্রকে ধারণ করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের জন্য কাজ করে যাচ্ছি। করোনা মহামারিতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের নিরলস পরিশ্রম অব্যাহত রয়েছে। করোনার কারণে অনেক কাজের বিঘ্ন ঘটেছে। কিন্তু লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারেনি। ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এদেশের শতভাগ মানুষের ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে।

[৫] তিনি আরও বলেন, অতীতের সব রোগ-শোক ও জীর্ণতাকে পেছনে ফেলে সবার জীবন নতুন বছরে সুন্দর ও সার্থক হোক এই শুভ কামনা করি। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়