শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে পুলিশ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ ২ লক্ষাধিক টাকা লুট

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারকচক্র গৃহকর্তী ও তার দু’মেয়েকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর )সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিংগাইর পৌর এলাকার মৃত সাদেক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

[৩] জানা যায়, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের নিউ মার্কেটের অদুরে উত্তর পাশে চর আজিমপুর মহল্লায় মৃত সাদেক আলীর স্ত্রী গৃহকর্তী আর্শেদা বেগম তার মেয়ে শাহেদা আক্তার ও রুপা আক্তার ঘরে বসে টিভি দেখছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে ৩ জন লোক ঘরে ঢুকে ওই পরিবারের নামে ইয়াবা বিক্রির অভিযোগের অজুহাতে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

[৪] এরপর ঘরে ইয়াবা আছে বলে তল্লাশী চালিয়ে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় পরিবারের লোকজন ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুরো এলাকায় মাইকিং করা হয়। খবর পেয়ে সিংগাইর থানার এসআই মোঃ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৫] এ ঘটনায় সিংগাইর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, পুলিশের জ্যাকেট পড়ে প্রতারণা করেছে একটি চক্র। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়