শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২১, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল আমদানি ঘোষণার পরও বৃদ্ধি পেলো দাম, মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬১ টাকায়

লাইজুল ইসলাম: [২] শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়তে ঘুড়ে দেখা গেছে এই চিত্র। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত মুল্যে কিনে এনে সরকার নির্ধারিত দামে চাল বিক্রি সম্ভব না।

[৩] কিশোরগঞ্জ রাইস এজেন্সীর মালিক দেলোয়ার হোসেন বলেন, চাল আমদানির কথা আমরাও শুনেছি। কিন্তু সরকারের এই ঘোষণার পর শেষ সপ্তাহে মিনিকেট চাল মজুদদারের কাছ থেকে কিনে দোকান পর্যন্ত নিয়ে আসতে খরচ হয়েছে ৫৬-৫৮টা। ৬০ টাকার কমে বিক্রি করলে পোশানো যায় না। তারপরও ৫৭ টাকায় কিছুটা নিম্ন মানের মিনিকেটটা পাইকারিতে বিক্রি করছি।

[৪] জনতা রাইস এজেন্সীর মালিক আবু ওসমান বলেন, চাল আমদানির কথা শুনে মিলারদের কথার ধাচ পরিবর্তন হলেও দাম কমেনি। আরো দাম বৃদ্ধি হয়েছে। তবে যদি সরকারি চাল বাজারে চলে আসে তবে হয়তো মিলারদের টনক নড়তে পারে। কিন্তু এখন ২৯০০ টাকার বেশি দিয়ে এক বস্তা চাল কিনতে হয়। তারপর আরো ৭০ টাকা আলাদা খরচ আছে। সব মিলিয়ে ৬০ টাকার ওপরে বিক্রি করতে হচ্ছে চাল।

[৫] আটা, সর্ণাসহ অন্যান্য চালের দামও কেজিতে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ মাস আগে।

[৬] শাহিদা আক্তার বলেন, আমরা সবাই এখন মিনিকেট চাল খাই। তাই এটার চাহিদা বেশি। এরজন্য দাম বৃদ্ধি। তাছাড়া সরকারের অবহেলার কারনতো আছেই। দেশের ভেতরে চাল নিয়ে এত অরাজকতা সরকার অবশ্যই সব দেখছে। কষ্ট হলেও খেতে তো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়