শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া করোনার নমুনা সংগ্রহের কক্ষের পাশেই শিশুদের দেয়া হচ্ছে টিকা

এএইচ রাফি: [২] সারাবিশ্ব যখন করোনা ভাইরাসের মহামারীতে দিশেহারা। এই মহামারী থেকে রক্ষায় সব কিছু যখন সীমিত পরিসরে চলছে, সেখানে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস কোনো বিষয়ই নয়! করোনা ভাইরাস শনাক্ত করতে এন্টিজেন টেস্ট সেন্টারের পাশেই দেয়া হচ্ছে শিশুদের হাম-রুবেলার টিকা। এতে করে ঝুঁকিতে রয়েছে হাসপাতালে টিকা দিতে আসা শিশুরা।

[৩] সরেজমিনে দেখা যায়, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের তার মায়েরা লাইনে দাঁড়িয়ে হাম-রুবেলার টিকা দিচ্ছে। টিকা প্রদানের স্থানটি স্থাপন করা হয়েছে করোনার নমুনা সংগ্রহ বুথের ভেতরেই। আগে এই বুথে করোনার নমুনা সংগ্রহ করা হতো। সম্প্রতি করোনা ভাইরাস শনাক্ত করতে এন্টিজেন টেস্ট শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ। সেই এন্টিজেন টেস্ট সেন্টারটি মাত্র ১০গজের ভেতরেই গত ১২ডিসেম্বর থেকে দেয়া হচ্ছে শিশুদের হাম-রুবেলার টিকা। এই টিকাদান কেন্দ্রের ভেতরে ও পাশ দিয়ে করোনার ভাইরাসের নমুনা দিতে আসা রোগীরা ঘুরাঘুরি করছে। ফলে করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে হাম-রুবেলার টিকা দিতে আসা শিশু ও তার পরিবারের সদস্যরা।

[৪] এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকাদান কর্মসূচির স্টাফ জানান, আমরা কি করতে পারি। হাসপাতাল কর্তৃপক্ষ যেখানে বলেছে, আমরা সেখানেই টিকা দিচ্ছি। আমাদের তো আর করার কিছু নেই।

[৫] এই বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, হাম-রুবেলার টিকার স্থান হাসপাতালের ভেতরে অন্যত্র ছিলো। রোগীর চাপ থাকায় এটি বাইরে স্থাপন করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, এই টিকা প্রদানের পরিচালনার দায়িত্ব পৌরসভার। আমাদের লোকজন শুধু সহায়তা করে। এটি এখনই অন্যত্র সরিয়ে ফেলার জন্য বলা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়