শিরোনাম
◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিমবাহ জলপ্রপাত অনুসন্ধান করতে যেয়েই চিরতরে হারিয়ে গেলেন ‘গ্লোসিয়ার ব্রো’ ওয়াং

রাশিদুল ইসলাম : [২] হিমবাহের ভিডিও শেয়ার করে জলবায়ু পরিবর্তনের সংকট তুলে ধরতেন চীনের ওয়াং জিয়াংজুন। তিনি পরিচিত ছিলেন ‘গ্লোসিয়ার ব্রো’ বা হিমবাহ ভাই নামে। ছিলেন চীনের প্রভাবশালী সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট ও পরিবেশবাদী। ওয়াং জিয়াংজুন বরফ পানিতে ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। সিনহুয়া

[৩] একটি হিমবাহ জলপ্রপাত অনুসন্ধানের সময় ২০ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। এখনো পর্যন্ত তার দেহ পাওয়া যায়নি। তবে তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে। বিবিসি

[৪] ওয়াং হিমবাহ অনুসন্ধান করতেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবকে গুরুত্ব দিয়ে তুলে ধরতেন তার ভিডিওতে। চীনের একটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একটি জলপ্রপাতের গা ঘেঁষে ওঠার সময় পা পিছলে দ্রুত গতিতে বেয়ে চলা বরফ পানিতে পড়ে যান তিনি। উত্তর তিব্বতের লাহারিতে এ ঘটনা ঘটে।

[৫] উদ্ধারকর্মীরা এখনো ওয়াং-কে খুঁজে চলেছেন। তবে দলের এক সদস্যকে উদ্ধৃত করে চীনের সংবাদপত্র জানায়, ওয়াং-এর বেঁচে থাকা ‘অসম্ভব’। তার ভাই এক বিবৃতিতে জানান, ওয়াং চিরতরে জলপ্রপাতে হারিয়ে গেছে। তাকে সম্মান জানিয়ে মৃত্যু নিয়ে অযথা কথা না ছড়ানোর অনুরোধ করেন তিনি। বলেন ওয়াং সারাজীবন হিমবাহের প্রেমে আচ্ছন্ন ছিলেন। সেখানে জীবন দিলেন। এটাই তার বিশ্রাম নেওয়ার সেরা জায়গা।

[৬] চীনের এক কৃষক পরিবারে ওয়াং-এর জন্ম। পর্যটকদের জন্য তৈরি বিজ্ঞাপনে বরফ-ঢাকা পর্বত দেখে হিমবাহের প্রতি আকৃষ্ট হওয়ার পর তিনি কয়েক ডজন হিমবাহ ঘুরে দেখেন। গত সাত বছরে তিনি ৭০টির বেশি হিমবাহের ছবি তুলেছেন। ২০১৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের ওয়াং নিজের অভিজ্ঞতা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়